প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৫:০৩
এবার মতলবে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আটক ৫
করোনা সংক্রমন বৃদ্ধি প্রতিরোধে উপজেলার মতলব বাজার ও নারায়নপুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। আজ ২৭ জুলাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা হকের নেতৃত্বে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া ১২ জনকে ২৭ হাজার ৫শ' ৩০টাকা জরিমানা করা হয়।
|আরো খবর
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাজারের বেশ কয়েকটি দোকানে বাজার কমিটির মাধ্যমে তালা দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, একাধিকবার সতর্ক করা স্বত্ত্বেও মতলব বাজারে যে সকল কাপড় ব্যবসায়ী ও টেইলর দোকান খুলে, তাদের মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জরুরী প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের হবেন না। অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান খুললেই গ্রেফতার, জরিমানা ও দোকানে তালা দেয়া হবে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।