প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৩:২৬
র্যাব-১০-এর ব্যবস্থায় মাদকদ্রব্য ধ্বংসকরণ
|আরো খবর
উল্লেখ্য, কুমিল্লা ব্যাটালিয়ন পহেলা সেপ্টেম্বর ২০২০ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত সর্বমোট ২৭,৩১,৬০,৭৩৯/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল এবং ২৪৪ জন আসামী আটক করতে সক্ষম হয় যার মধ্যে ৯,৪০,৭৭,৪১৩/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করতঃ ১,৫০০টি মাদক মামলা দায়ের করা হয়েছে। আয়োজিত এই কার্যক্রমের মধ্য দিয়ে মালিকবিহীন আটককৃত ৯,২৫,০১,৯০০/- টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বর্তমানে চলমান করোনা পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদক ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে ৭১,৫১৩ বোতল ফেন্সিডিল, ২,০১৮ বোতল বিভিন্ন প্রকার নেশা জাতীয় সিরাপ, ৮০,৯৪৭ টি ইয়াবা ট্যাবলেট, ১৩৫০.৫ কেজি গাঁজা, ১৮,০৮৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ১,৬৭৫ বোতল বিয়ার এবং ৩,০২,৪০০ টি বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট ধ্বংস করা হয়।
উল্লেখ্য, আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমে সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম পিবিজিএম, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা, জেলা প্রশাসক কুমিল্লা, পুলিশ সুপার কুমিল্লা এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণসহ বিভিন্ন পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।