মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ২১:৪৫

ফুটপাত ব্যবসায়ীর হামলায় পথচারী আহত

ফুটপাত ব্যবসায়ীর হামলায় পথচারী আহত
গোলাম মোস্তফা

চাঁদপুর শহরের বিষ্ণুদী রাস্তা দখল করে ফুটপাত ব্যবসায়ীদের হামলায় পথচারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যাংক কলোনীর বাসিন্দা অজিউল্লাহ জিন্নাহ (৪০) জানান, শহরের বিষ্ণুদী সড়কটির দুপাশের ফুটপাত দখল করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে। ফলে সড়কটি দিয়ে যানবাহনতো দুরের কথা পথচারীরা চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই পথচারীদের সাথে ফুটপাত ব্যবসায়ীদের ঝগড়া হয়।

তেমনি গতকাল ১ জুলাই শুক্রবার সন্দ্ব্যায় অজিউল্লাহ জিন্নাহ বাসায় যাওয়ার সময় স্হানীয় ফুটপাত ব্যবসায়ী মজিব মৃধার সাথে কথা কাটাকাটি হলে মজিব মৃধার ছেলে টুকু মৃধা দেশীয় অস্ত্র দিয়ে অজিউল্লাহ জিন্নাহের পীঠে ও বুকে ছুরি দিয়ে পরপর দুটি আঘাত করে। পরে স্হানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বতমানে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ রিপোট লেখা পর্যন্ত এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়