প্রকাশ : ১৩ জুন ২০২২, ১৬:১৮
চাঁদপুর ইউএনও অফিসে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক

প্রকাশ্যে দিবালোকে সরকারি অফিসের বাথরুম থেকে দুটি পিতলের কল চুরি করে নিয়ে যাবার সময় রিয়াদ (৩৫) নামের এক চোরকে অফিস স্টাফরা হাতেনাতে আটক করেছে। ১৩ ই জুন সোমবার বেলা পৌনে একটার সময় শহরের ষোলঘর চাঁদপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের তৃতীয় তলায় কৃষি বিভাগের বাথরুমে এ চুরির ঘটনাটি ঘটে। পরে চোরকে উত্তম-মধ্যম দিয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
|আরো খবর
বিষয়টি নিশ্চিত করেন ইউএনও অফিসের অফিস সহকারি দিদার হোসেন। তিনি বলেন, এর আগেও একই চোর ভোরবেলায় অফিসে ঢুকে অন্য বিভাগের আরো কয়েকটি পানির কল চুরি করে নিয়ে যায়। সেই ঘটনার ভিডিও ফুটেজ অফিসে রক্ষিত রয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে,চাঁদপুর সদর মডেল থানা এসআই আঃ গফুর সঙ্গীয় ফোর্স চুরির আলামত জব্দসহ আটক চোর রিয়াদকে থানায় নিয়ে গেছে। তার বাড়ি শহরের চিত্রলেখা এলাকায় বলে আটক চোর রিয়াদ জানায়।