প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ২০:০৩
মতলবে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ৮টি মামলা
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৮টি মামলা ও ১ হাজার ৬শত টাকা জরিমানা করেছে। আজ ১৯ জুলাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
|আরো খবর
জানা যায়, এ উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ৮টি মামলায় মোট ১ হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলার ঢাকিরগাঁও বালুর মাঠের কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতকরণের লক্ষ্যে তদারকি করা হয় এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্বুদ্ধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেরা স্যানিটারী ইন্সপেক্টর প্রসিকিউটর গাজী মোঃ খোরশেদ আলমসহ পুলিশ সদস্যবৃন্দ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়–য়া জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।