শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৭:৪৮

হাজীগঞ্জে জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন বদলে হেপাটাইটিসের ভ্যাকসিন

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জে জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন বদলে হেপাটাইটিসের ভ্যাকসিন

আমেরিকান সংস্থা USAID নিয়ন্ত্রণাধীন সূর্যের হাসি ক্লিনিক হাজিগঞ্জ বাজার শাখায় ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটছে।

হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের নুসরাত জাহান নামে এক নারীকে জরায়ু ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন দেয়ার কথা বলে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করে। এ ঘটনার মূল হোতা সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী উম্মে কুলসুম মুক্তা। তিনি একই গ্রামের আমিন মিয়ার মেয়ে।

জানা যায়, ওই স্বাস্থ্যকর্মী ক্লিনিকের ম্যানেজার মাহবুব আলমের যোগসাজশে অহরহ এমন প্রতারণা করে আসছেন।

স্বাস্থ্যকর্মী উম্মে কুলসুম মুক্তা হাজীগঞ্জ মেডিকেল ইন্সটিটিউট হতে ১ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন করে সূর্যের হাসি ক্লিনিকে চাকরি নেন। তিনি গর্ভবতী নারীদের চিকিৎসাপত্র লিখছেন, বিভিন্ন টেস্ট করাচ্ছেন এবং রিপোর্টেও তিনি স্বাক্ষর দিচ্ছেন। এমন কয়েকটি চিকিৎসাপত্র চাঁদপুর কন্ঠের প্রতিনিধির কাছে এসেছে।

ভুক্তভোগী নুসরাত জানান,পরিচিতির সুবাদে একই এলাকার স্বাস্থ্যকর্মী মুক্তা জরায়ুর ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেন। ভ্যাকসিন দিতে বিনিময়ে ৬ হাজার টাকা লাগবে বলে জানায়। ১১ নভেম্বর নুসরাত জাহান হাজীগঞ্জ বাজারের সূর্যের হাসি ক্লিনিকে গেলে স্বাস্থ্যকর্মী মুক্তা তড়িঘড়ি করে তাকে ভিতরের রুমে নিয়ে যায়। সেখানে জরায়ু ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন দেয়ার নামে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করে। বাড়িতে গিয়ে নিজের চাচিকে ভ্যাকসিন দিতে উদ্বুদ্ধ করি।

১২ নভেম্বর চাচি ভ্যাকসিন দিতে ক্লিনিকে গেলে শামছুন্নাহার নামে এক স্বাস্থ্য কর্মী জরায়ু ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন এক মাস যাবত নেই বলে জানান এবং কিছুদিন পরে আসার জন্য অনুরোধ করেন। পরে চাচির কাছ থেকে জানতে পেরে ভোক্তভোগী ক্লিনিকে ছুটে যান। গিয়ে রেজিষ্ট্রার খাতায় দেখেন তাকে হেপাটাইটিস ভ্যাকসিন দেয়া হয়েছে।

এদিকে সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী শামসুন্নাহার জানান, নুসরাত জাহান নামের একজন নারী ১১ নভেম্বর ক্লিনিকে আসলে মুক্তা তাকে ভিতরের রুমে নিয়ে যায়। সেখানেই তাকে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দেন। তিনি আরো জানান, প্রতারণার বিষয়টি আমি অফিসের মিটিং-এ উপস্থাপন করলে ম্যানাজার আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং আমি কিভাবে চাকরি করি সেটা তিনি দেখে নিবেন বলে হুমকি দেয়।

এদিকে তিনি আমার জুলাই মাসের বেতন উত্তোলনের রেজিস্টার খাতায় অগ্রিম স্বাক্ষর নিয়ে নেন। বর্তমানে আমি শঙ্কায় রয়েছে তিনি আমার অগ্রিম স্বাক্ষর নিয়ে বেতন না দেওয়ার পরিকল্পনা করেন কিনা! সূর্যের হাসি ক্লিনিকের হাজীগঞ্জ শাখার ম্যানাজার মোঃ মাহবুব আলম জানান, সমস্যা যেটা হয়েছে সেটা সমাধান হয়ে গেছে এবং টাকা ফেরত দেওয়া হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ক্লিনিকে এমবিবিএস ডাক্তার আগে ছিলই না। আমাদের এখানে প্যারামেডিক দিয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী উম্মে কুলসুম মুক্তার সাথে মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোয়েব আহমেদ চিশতী চাঁদপুর কন্ঠকে জানান, ডাক্তার ছাড়া চিকিৎসাপত্র লেখার রাইট কারো নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়