প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০৮:৫৬
চাঁদপুর লঞ্চঘাটে ৭ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

চাঁদপুর লঞ্চঘাট দিয়ে মাদক পাচারকালে ৭ কেজি গাঁজাসহ ২ যুবককে হাতেনাতে আটক করেছে নৌ থানা পুলিশ।
১৭ মার্চ বৃহস্পতিবার রাতে এসআই বাবুল বালা সঙ্গীয় ফোর্সের অভিযানে তাদের আটক করা হয়।
চাঁদপুর নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের দিশামন গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ রাজু হোসেন (২৮) এবং চান্দিনার শফিকুল ইসলামের ছেলে কাউছার (১৯)।
চাঁদপুর নৌ থানার এসআই বাবুল বালা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান স্যারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা সমমূল্যের ৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছি।
তারা যাত্রীবেশে বরিশাল যাবার জন্য অপেক্ষা করছিল।
আটককৃতরা কুমিল্লা থেকে চাঁদপুর লঞ্চঘাট এসেছিলো বরিশালে গাঁজাগুলো পাচার করবে বলে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে ।
চাঁদপুর নৌ থানার ওই এসআই এর আগেও একাধিক মাদকের চালান আটকে দক্ষতা দেখিয়েছেন।