শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ২০:১২

চাঁদপুরের বিষাক্ত জেলিযুক্ত ১০৪৪ কেজি চিংড়ি মাছ জব্দ

মিজানুর রহমান
চাঁদপুরের বিষাক্ত জেলিযুক্ত ১০৪৪ কেজি চিংড়ি মাছ জব্দ

চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে একটি হাইস গাড়িতে করে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় বিষাক্ত জেলিযুক্ত ১০৪৪ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে স্থানিয় নৌ ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় গাড়িটিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৬ই মার্চ বুধবার ভোরে হরিণা ফেরি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাসান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় চট্ট মেট্রো- চ ১১-৫০৬২ হাইস গাড়িতে তল্লাশি চালায় এবং ককসিটের প্যাকেটে জেলি পুশ করা চিংড়ি মাছের চালানটি আটক করে। ২৮টি ককসিট প্যাকেটে ১০৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়।

জানা যায়, খুলনা বাগেরহাট থেকে জেলি পুশ করা চিংড়ি মাছ চাঁদপুর হরিণা ঘাট দিয়ে এমনকি নদী পথে বিভিন্ন জেলায় পাচার করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা।

জেলি মিশ্রিত চিংড়ি মাছ খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা হরিণাঘাটে অভিযান করি।হাইস গাড়িতে থাকা জেলিযুক্ত বোঝাই ১০৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ সময় গাড়ি চালক ও হেলপার সহ ২ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ২ জনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়