মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ১৮:০১

মতলব উত্তরে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ২ জন আটক

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ২ জন আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ও বুধবার তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এসআই মোঃ আবু হানিফ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর থানাধীন বাগানবাড়ী নয়াকান্দি এমদাদ সরকারের চায়ের দোকানের সামনে হইতে মৌটুপী গ্রামের মৃত. কালু বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম (২৫)কে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

বুধবার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর থানাধীন বদরপুর গ্রামের সওদাগর বাড়ীতে তারা মিয়ার ঘরের সামনে হইতে বদরপুর (সওদাগর বাড়ী) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল হক( ২৬)কে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। আসামীর আদালতে সোপর্দ করা হইয়াছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়