প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ২০:৪৯
মতলব উত্তরে কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযানে ৭২ মণ জাটকা আটক
মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭২ মণ জাটকা আটক করেছে। তার মধ্যে কোস্টগার্ড আটক করে ৬০ মণ ও বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি আটক করে ১২ মণ। ১৫ মার্চ মঙ্গলবার এ জাটকা আটক করা হয়।
|আরো খবর
মোহনপুর কোস্টগার্ড ইউনিট-এর সিনিয়র চীফ প্যাটি অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুলতলা এলাকায় ট্রাকে তল্লাশি করে আনুমানিক ২ হাজার ৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়। এ মাছের বাজার দর ৭ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে ১২ মণ জাটকা ও ১টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করে। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। বেলতলী পুলিশ ফাঁড়ির ১২মণ জাটকা ও ১টি ইঞ্জিনচালিত ট্রলার আটকের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে আটক জাটকা উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
মোহনপুরে কোস্টগার্ডের আটক জাটকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয়।