মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ২০:২০

হাজীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ নারী আটক

হাজীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ নারী আটক
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ মাফিয়া বেগম (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যার কিছু পূর্বে উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের ০৪ং বলিয়া ওয়ার্ডের মজুমদার বাড়ি আবুল কালাম কালুর বসত ঘরের পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত টয়লেটের ভিতর হইতে জব্দ করা হয়। এ সময় গাঁজার মালিক একই এলাকার আবু কালাম কালুর স্ত্রী বিবাদী মাফিয়া বেগমকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের ৪ নং বলিয়া ওয়ার্ডের মজুমদার বাড়ি আবুল কালাম কালুর বসত ঘরের পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত টয়লেটের ভিতর থেকে উক্ত গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়। একই সময় উক্ত গাঁজার মালিক তথা নারী মাদক কারবারী মাফিয়া বেগমকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মিজবাহুল আলম, আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যুবাইর সৈয়দ জানান,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত মাদক জব্দসহ মাফিয়া নামের এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয় নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়