শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ১৪:৫৬

ওয়ারেন্টের আসামী ছিনতাইয়ের ঘটনায় ইয়াছিন মেম্বার আটক

ওয়ারেন্টের আসামী ছিনতাইয়ের ঘটনায় ইয়াছিন মেম্বার আটক
গোলাম মোস্তফা

চাঁদপুর সদর মডেল থানার ওয়ারেন্টের আসামী ছিনতাইয়ের ঘটনায় চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ইয়াছিনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই লোকমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২ মার্চ রাতে আদালতে দায়েরকৃত মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিদ্দিক প্রধানিয়া কে আটক করে চাঁদপুর সদর মডেল থানার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে, তরপুরচন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ইয়াছিন বেপারী লোকজন নিয়ে উক্ত গ্রেফতারকৃত আসামীকে ছিনতাই করে রেখে দেয়।

তাৎক্ষণিক ঘটনাটি জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের জানানো হলে মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নির্দেশে উক্ত ৮ নং ওয়ার্ড মেম্বার ইয়াছিন বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়লে সাবেক মেম্বার মোস্তফা মাল বহু চেষ্টা করে ওয়ারেন্টভূক্ত আসামী ছিদ্দিক প্রধানিয়াকে বাংলা বাজার এলাকায় আত্নগোপনে থাকা আত্মীয়ের বাড়ি থেকে কৌশলে খোঁজে এনে মডেল থানায় হাজির করে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদের মেম্বার আটক ইয়াছিন বেপারীকে ছাড়িয়ে নিতে থানায় বিভিন্ন মহলের তদবির চলছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই লোকমান হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, পুলিশ কাজে বাঁধা বা সরকারের কাজে বিঘ্নসৃষ্টি এমন আইন অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়