শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ২১:২৯

হাজীগঞ্জে গাঁজা বিদেশীমদসহ প্রাইভেটকার জব্দ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে গাঁজা বিদেশীমদসহ প্রাইভেটকার জব্দ

গোপনসূত্রে থানা পুলিশের কাছে খবর আসে মাদকসহ একটি প্রাইভেটকার কুমিল্লা থেকে হাজীগঞ্জে আসছে। সেই সংবাদের সূত্রে পুলিশ সাদা পোশাকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের আলীগঞ্জে ওৎ পেতে থাকে। টার্গেটকৃত প্রাইভেটকারটিকে পুলিশ থামানোর চেষ্টা করলে গাড়িটি দ্রুতবেগে বিকল্প সড়ক ধরে পালোনোর চেষ্টা করে। পুৃলিশ ও গাড়িটির পিছু নেয়। এর মধ্যে মাদকবহনকারী গাড়িটি কিছু দুর গিয়ে সড়কের পাশে রেখে পালিয়ে চালকসহ অন্যরা। এর পরেই গাড়ি তল্যাশী চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ১৬ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকারটিকে জব্দ করে পুলিশ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের।  

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের নেতৃত্বে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। অভিযানে একটি টয়োটা প্রাইভেটকার সড়কে পুলিশ উপস্থিতি দেখতে পেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ প্রাইভেটকারটির পিছু নেয়। পুলিশের তাড়া খেয়ে প্রাইভেটকারটি মহাসড়ক থেকে পাশ্ব সড়ক ধরে হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ গ্রামে ডুকে পড়ে। এর পরেই স্থানীয় আবুল কালামের পরিত্যক্ত বাড়িতে প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় চালকসহ গাড়িতে থাকা অন্য যাত্রীরা।

এ সময় স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ গাড়িটি তল্লাশী করে ৭ কেজি গাঁজা এবং রয়েল স্টাগ ব্যান্ডের ১৩ বোতল ও রয়েল গ্রীণ ব্যান্ডের ৩ বোতলসহ মোট ১৬ বোতল বিদেশী মদ ও প্রাইভেটকারটি জব্দ করে।

 হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপ-পরিদর্শক (এসআই) মো. মেজবাউল আলম, মো. ইউনুস মিয়া, সহকারী উপ-পরিদর্শক মো. রেজাউল করিম, মো. মজির উদ্দিন, ধীমান বড়ুয়া ও দীলিপ দাসসহ সঙ্গীয় ফোর্স অংশ অভিযানে অংশ নেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ  চাঁদপুর কন্ঠকে, মাদক জব্দের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো ট্রলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম গোপন রাখার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়