শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ২০:২৯

শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

গোলাম মোস্তফা
শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

চাঁদপুর শহরের খলিশাডুলী এলাকার মাদ্রাসাতুল মা'আরাবিয়ার শিশু ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ২ শিক্ষককে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

জানা যায়, উক্ত মাদ্রাসায় অধ্যয়নরত ৪ বছরের শিশু ছাত্রীকে শিক্ষক তানজিদ আহমেদ শ্লীলতাহানি চেষ্টা করে এবং শিশুটির শরীরে শ্লীলতাহানির চেষ্টাকালে শরীরে আঘাত করে দাগ ফেলে দেয়। এ ঘটনায় শিশুটির পিতা ঘটনাটি মাদ্রাসার পরিচালক আবু নঈম তানভীরকে জানায়। কিন্তু সহকারী শিক্ষক তানজিদ আহমেদ (২৪) তাঁর আপন ছোট ভাই হওয়ায় তিনি এ বিষয়ে কোনো প্রতিকার না নিয়ে বরং অভিযোগকারীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে। কথাকাটির এক পর্যায়ে বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদকে জানালে তিনি এসআই কুদ্দুসকে ঘটনাস্থলে পাঠালে ঘটনার সাথে জড়িতদের আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-৩। তাং ১/৩/২০২২ খ্রিঃ। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান মডেল থানা পুলিশ।

এদিকে ধর্মীয় প্রতিষ্ঠানে অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তি চায় সাধারণ জনগণ। একটি সূত্র থেকে জানা যায়, মাদ্রাসাতুল মা’ আরাবিয়ার পরিচালক আবু নঈম তানভীর ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি এবং শিশু ছাত্রী শ্লীলতাহানির ঘটনার নায়ক ও উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক তানজিদ আহমেদ (২৪) আপন ছোট ভাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়