প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪
চাঁদপুর থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মাদকের বড় চালান ১৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
|আরো খবর
গত ২১ ফেব্রুয়ারি রাত ১.১৫ টায় চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই ইকবাল হোসেন, এএসআই হেলাল উদ্দিন, এএসআই মোঃ শহিদুল্লাহ, এএসআই শাখাওয়াত হোসেন অভিযান চাঁদপুর সদর থানাধীন ১২ নং চান্দ্রা ইউপি'র ৮নং দক্ষিণ বালিয়ার চান্দ্রা চৌরাস্তা টু চান্দ্রা বাজারগামী সড়কে অভিযান পরিচালনা করে।
মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন (৪১), পিতা- মৃত আঃ রহমান, সাং সুদর্নপুর, (সেকান্দার কাজীর বাড়ী), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা -কুমিল্লা এবং সালাম গাজী (৩৭), পিতা-মৃত শাহজাহান গাজী, সাং- দক্ষিণ বালিয়া, ০৮নং ওয়াডের ১৪ (চৌদ্দা) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।