প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় খালে খুঁজে পাওয়া গেলো নিখোঁজ মাইক্রোবাস চালকের লাশ
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে
কচুয়া উপজেলার কড়ইয়া মিয়াজী বাড়ি সংলগ্ন এলাকা থেকে তৌহিদুল ইসলাম (৩২) নামে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বাদ জুমা কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া শীল বাড়ির দক্ষিণ পাশে ও মিয়াজী বাড়ির উত্তর পাশের উদুরা খাল থেকে এলাকার শিশুরা বল কুড়াতে গিয়ে মানুষের মাথা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বিকেল ৪টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
|আরো খবর
এলাকাবাসী জানায়, অন্যদিনের মতো গতকাল শুক্রবার দুপুরে মাঠে ক্রিকেট খেলছিলো এলাকার ছেলেরা। হঠাৎ বল গিয়ে পড়ে পাশের খালের পানিতে। এ সময় বল কুড়াতে গিয়ে তাদের একজন দেখে, একটি লাশ পড়ে আছে খালের মধ্যে। সে চিৎকার দিয়ে উঠলে আশপাশের মানুষজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করার পর নিহতের পরিবার লাশ শনাক্ত করে। সে উপজেলার কড়ইয়া গ্রামের আশেক আলীর পুত্র। তৌহিদুল ইসলাম পেশায় একজন মাইক্রোবাস চালক।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তৌহিদুল ইসলাম প্রয়াত কমিশনার শাহজাহান মিয়ার মেজবানি অনুষ্ঠানের রান্না-বান্নার কাছ থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না বলে রাত ১১টায় বাড়ি থেকে বের হয়ে যায়। শুক্রবার সকালে তৌহিদের স্ত্রী তার হাতে থাকা মুঠোফোন ও পায়ের একপাটি জুতা ঘরের সামনে পায়। ঘরে ফিরে না আসায় তৌহিদের স্ত্রী ৩ সন্তানসহ দিনভর স্বামীকে খোঁজাখুঁজি করে। বাকি একপাটি জুতা লাশ উদ্ধারের পর খালের পাশে পাওয়া যায়।
এদিকে নিহতের ভাই নুরুল ইসলাম ও ছাদ্দাম হোসেন জানান, আমার ভাই একজন মাইক্রোবাস চালক। তার সাথে গ্রামের বিভিন্ন লোকজনের চলাফেরা ছিলো। বাড়ির পাশের বক্তার বাড়ির কিছু লোকজনের সাথে বিভিন্ন কর্মকা- নিয়ে তার মতানৈক্য ছিলো। তারা তাকে প্রায়ই হুমকি দিতো প্রাণনাশের। তারাই আমার ভাইকে পূর্বশত্রুতার জের ধরে খুন করে খালে ফেলে রেখে গেছে।
এদিকে লাশ দেখতে উৎসুক জনতা খালের দুপাড়ে ভিড় জমায়। নিহতের পরিবারের আহাজারিতে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।