প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৫
চাঁদপুরে কোষ্টগার্ডের ১৪ হাজার মাস্ক বিতরণ
করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় বাংলাদেশ কোষ্টগার্ডের উদ্যোগে চাঁদপুরে ১৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।১৩ ফেব্রুয়ারী রোববার দিনব্যাপী এই মাস্ক বিতরণ করা হয়। এরমধ্যে চাঁদপুর সদরে ৭ হাজার, মতলব উত্তর মোহনপুরে ৩ হাজার ও হাইমচরে ৪ হাজার মাস্ক বিভিন্ন বয়সের মানুষের মাঝে বিতরণ করা হয়।
|আরো খবর
এ বিষয়টি নিশ্চিত করেন কোষ্টগার্ড চাঁদপুরের মিডিয়া কর্মকর্তা জাহিদ। তিনি জানান, উপকূলীয় অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে করোনা প্রতিরোধে বিনামূল্যে এই মাস্ক বিতরণ করা হয়। সদরের মধ্যে শহরে ডিসি অফিস মোড়, নতুন বাজার, কালীবাড়ি মোড়, লঞ্চঘাট, নতুনবাজার কোল্ডষ্টোর মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে কোস্টগার্ড সদস্যরা এই মাস্ক বিতরণ করে।