শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০৯:০২

নতুনবাজার পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ২

নতুনবাজার পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ২
গোলাম মোস্তফা

চাঁদপুর শহরের নতুনবাজার পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা যায়, ১২ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টায় চাঁদপুর সদর মডেল থানাধীন নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামানের নেতৃত্বধীন সঙ্গীয় ফোর্সসহ শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ওই এলাকার দিলদার খানের বাড়ি সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ জালাল উদ্দিন শেখ (৩৫), সাং-উত্তর বালিয়া, বর্তমান ঠিকানা-রহমতপুর আবাসিক এলাকার কামাল খানের ভাড়াটিয়া ও মোঃ রাকিব (২০), পিতা-ইব্রাহিম গাজী, সাং-বাগাদী (হালিম গাজী বাড়ি), উভয় থানা ও জেলা-চাঁদপুরকে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।

এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান জানান, আটককৃত দু'মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়