প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৬
দু’ মাদকসেবী গ্রেফতার

গতকাল ০৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১:৩০ থেকে ১২:২০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর ও জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে চাঁদপুর শহরের কাঁচা কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর থেকে মোঃ আলম হোসেন ভূইয়া (২৪), পিতা- আকতার হোসেন ভূইয়া, সাং-বকুলতলা (ভূইয়া বাড়ি), মোঃ আনোয়ার হোসেন বেপারী (২৬), পিতা- মোঃ কামাল হোসেন বেপারী, সাং- উত্তর শ্রীরামদী নিশি রোডদ্বয়কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রফতার করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদকসেবিদ্বয়কে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০/- টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।