মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

হাজীগঞ্জে ২৪ ঘন্টায় ১৩ আসামী গ্রেফতার

হাজীগঞ্জে ২৪ ঘন্টায় ১৩ আসামী গ্রেফতার
কামরুজ্জামান টুটুল

মাত্র ২৪ ঘন্টায় ১৩ আসামি গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুৃলিশ। ১৩ আসামী আটকের খবরে স্থানীয়রা থানা পুলিশকে বাহবা দিতে দেখা গেছে। এদিকে বিভিন্ন মামলার ১৩ আসামীকে গ্রেফতারের বিষয়টি চাঁদপুর কন্ঠকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হাটিলা টঙ্গিরপাড় গ্রামের মোঃ ওহিদুল ইসলাম ছেলে মোঃ শাহাদাত হোসেন,

কংগ্রাইশ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ নাজির হোসেন পাটোয়ারী (৩৫), পূর্ব রাজারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ মনির হোসেন, মকিমাবাদ গ্রামের মৃত মুখছুদ আলমের ছেলে মোঃ শাহ আলম (৪৩), খাটরা বিলওয়াই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে জিল্লুর রহমান ওরফে জিল্লু চোরা, খাটরা বিলওয়াই গ্রামের ইউনুসের স্ত্রী সুলতানা বেগম (৩৮), আড়ুলী মুন্সি বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী লাকি বেগম, দিকচাইল গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ফয়সাল (২৭), খাকবাড়িয়া সর্দার বাড়ির মৃত আশেক আলীর ছেলে মোঃ মিলন সর্দার (২৪), রান্ধুনীমুড়া গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ আলমগীর হোসেন, মকিমাবাদ মজুমদার বাড়ির আব্দুর রউফের ছেলে মোঃ বাবু মজুমদার (২৮), একই গ্রামের দর্জি বাড়ির শহীদুল ইসলামের ছেলে রনি (২৪) ও চাঁদপুর সদর উপজেলার বিষনদী গ্রামের মির্জা বাড়ির মৃত বাবুল হোসেনের ছেলে মোঃ রাজু (৩৫)।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়