প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৬
আলুবাজার ফেরি ট্রাক টার্মিনাল থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার
চাঁদপুর-শরীয়তপুর ফেরি সড়কের আলুবাজার ট্রাক টার্মিনাল থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। ১৯ জানুয়ারি বুধবার সকালে মাদকের বড় চালান নিয়ে যাবার পথে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শরিয়তপুর আলুবাজার নৌ পুলিশের এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারী শাহাদাত হোসেন মজুমদার (২২) ও ইউসুফ হোসেন (২৩)নামের দুই যুবককে আটক করতে সক্ষম হয়।
নৌ-পুলিশের এসআই জহিরুল জানান, আটক মাদক ব্যবসায়ীরা কুমিল্লা কান্দিরপাড় এলাকা থেকে ১৪ কেজি গাঁজা ব্যাগে করে নিয়ে চাঁদপুর - শরীয়তপুর ফেরিঘাট দিয়ে তারা শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
সেই সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। এদিকে আলু বাজার ট্রাক টার্মিনাল থেকে স্থানীয়রা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করার খবর শুনে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। অবশেষে আলুবাজার নৌ পুলিশ মাদক ব্যবসায়ীদের তাদের জিম্মায় নিয়ে তারা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন। আটক মাদক ব্যবসায়ীদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেন।