শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ১৯:১১

মতলব উত্তরে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। ১০ জুলাই শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাগানবাড়ী হইতে নয়াকান্দি পাকা রাস্তা সংলগ্ন নয়কান্দি জোড় ব্রীজের উপর হইতে মাদকসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার রায়েরকান্দি গ্রামের মৃত. রশিদের ছেলে মো. কুদ্দুস মিয়া (৩৬) ও মৃত. মরন সরকারের ছেলে মো. সুজন সরকার (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া এএসআই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ মিস- ৪১৩/১৬, প্রসেস নং- ৫৫৭/২১ ওয়ারেন্ট মূলে মো. আনোয়ার হোসেনকে আটক করে। তিনি মোহনপুর গ্রামের মৃত মোসলিম দর্জির ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনকারীদের কোনো ছাড় দেয়া হবে না। মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়