রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ১১:৩৯

চাঁদপুর সদর চান্দ্রায় মজু খাঁ হত্যার ক্লু পাচ্ছে না পুলিশ

মিজানুর রহমান
চাঁদপুর সদর চান্দ্রায় মজু খাঁ হত্যার ক্লু পাচ্ছে না পুলিশ

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর গ্রামে সংঘটিত মজিবুর রহমান মজু খাঁকে(৬০) কারা, কেন খুন করেছে, এ বিষয়ে কোনো ক্লু পাচ্ছে না পুলিশ। গত ২২ জুন সন্ধ্যায় ওই বৃদ্ধকে গলা কেটে হত্যা করে বিলের মধ্য ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ উজ্জ্বল বেপারি ও হাবিব মোল্লা নামে দুই প্রতিবেশীকে আটক করে। এর মধ্য উজ্জ্বল এ হত্যা মামলার এজহার নামীয় আসামী। অন্যজন সন্দেহজনক।

চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, হত্যার রহস্য উদঘাটনে এবং এজহার নামীয় আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। লকডাউনের কারণে একটু বিলম্ব হচ্ছে। অপরদিকে মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়া জানান, আটক দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যার কোনো ক্লু পাওয়া যায়নি, তারা কারাগারে আছেন।

চান্দ্রা ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানিয় দোকানী মজিবুর রহমান ওরফে মজু খাঁ ২২ জুন মঙ্গলবার সন্ধ্যায় মধ্যে বাখরপুরের বিলে মাছ ধরতে গেলে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। পরে নিহতের স্ত্রী সায়রা বেগম দীর্ঘ সময় অতিবাহিত হলেও স্বামী বাড়ি ফিরে না আসায় স্বামীকে খুঁজতে বিলের দিকে যায় এবং দেখেন ক্ষেতের আইলের হাঁটু সমান পানির উপর গলাকাটা অবস্থায় স্বামীর নিথর দেহ পড়ে আছে। তখন তার ডাক চিৎকারে গ্রামের অনেকে ছুটে আসেন।

পরে ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীকে ঘটনা জানানো হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন সুদীপ্ত রায় ও থানার অফিসার ইনচার্জ আঃ রশিদ, ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়া সঙ্গীয় পুলিশ ফোর্স রাতেই ঘটনাস্থল পরির্দশন করেন এবং মজু খাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর থানায় নিয়ে যান।

পরে ঘটনার পরের দিন বুধবার নিহত মোঃ মজিবুর রহমান মজু খাঁনের ছেলে সোলায়মান খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। গ্রামবাসীদের ধারনা সম্পত্তিগত এবং প্রতিবেশিদের সাথে মামলা সংক্রান্ত বিরোধ থেকে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়