শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:০১

কচুয়া ও হাইমচরে নির্বাচনী সহিংসতায় নিহত ২

অনলাইন ডেস্ক
কচুয়া ও হাইমচরে নির্বাচনী সহিংসতায় নিহত ২

চাঁদপুরের কচুয়া ও হাইমচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতায় ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

আজ ৫ জানুয়ারি বুধবার কচুয়ার সাচার এলাকায় নির্বাচনী সহিংসতার ছুরিকাঘাতে শরীফ হোসেন (২৪) এবং হাইমচরের নীলকমল এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে শরিয়তপুরের বাসিন্দা অজ্ঞাত ব্যক্তি নিহত হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী এলাকা কচুয়া ও হাইমচরে নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হবার কিছু পূর্বে এইসব ঘটনা ঘটে। কচুয়ায় শরীফ হোসেন নামে যে যুবকটি মারা গেছে, তার বাবার নাম শহীদ উল্লাহ। তার বাড়ি কচুয়ার সাচার এলাকার হাতিরবন্ধ গ্রামে। দুই মেম্বার প্রার্থীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে শরিফ নিহত হয়। অপরদিকে, হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অজ্ঞাত আরো ১ জন মারা যায়। আমরা যতোটুকু জানতে পেরেছি, হাইমচরে নিহত ব্যক্তি স্থানীয় ভোটার নয়, তার বাড়ি শরীয়তপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়