বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০

সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে

কচুয়ায় চুরি যাওয়া মালামালসহ দুই চোর গ্রেফতার

কচুয়ায় চুরি যাওয়া মালামালসহ দুই চোর গ্রেফতার
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় মোশারফ হোসেন (৩৫) ও শাহপরান (৩৪) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কচুয়া থানার সেকেন্ড অফিসার তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পৌরসভাধীন কড়ইয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। মোশারফ কড়ইয়া গ্রামের নূরু মিয়ার পুত্র ও শাহপরান একই গ্রামের নূরু বেপারীর পুত্র। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৩।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামের সৌদি প্রবাসী আমির হোসেনের ঘরের তালা ভেঙ্গে চোর চক্র ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা ব্রিফকেছ ও ২ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি চেইন, পায়ের নুপুর, ১টি নাকফুল, ১টি বাইসাইকেল ও নগদ ৫৫ হাজার টাকাসহ অন্য মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে আমির হোসেনের পুত্র আবু হানিফ ৬ জুলাই মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে। ওইদিন রাতেই অভিযান চালিয়ে উক্ত দুই চোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করাকালীন চুরি করে নেয়া বাইসাইকেল, মোবাইল ফোন ও কিছু কাপড়-চোপর উদ্ধার করে। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, বাকি মালামাল উদ্ধারে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়