শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ২০:১০

ফরিদগঞ্জে মনোনয়নপত্র জমা দিতে গেলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ফরিদগঞ্জে মনোনয়নপত্র জমা দিতে গেলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
এমরান হোসেন লিটন

ফরিদগঞ্জ নির্বাচনীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে নির্বাচন কার্যালয়ের সামনে আসা মাত্র অজ্ঞাত সন্ত্রাসী দ্বারা মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের আলোকে জানা যায় মোঃ জসিম উদ্দিন, পিতা মৃত আবুল হোসেন, গ্রাম ষোলদানা, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন, ফরিদগঞ্জ। জসিম উদ্দিন বলেন তিনি ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়াডের সাবেক ইউপি সদস্য। আগামী ৫ জানুয়ারির নির্বাচনে তিনি আবার ইউপি সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে যায়। এ সময় অজ্ঞাতনামা ৭/৮ জন লোক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এবং তার সাথে থাকা মনোনয়ন পত্রের ফটোকপি, আইডি কার্ড, মূল চালান কপি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট নিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে।

পরে আবার দ্বিতীয়বার বিকেল ৪টার দিকে তিনি নতুন করে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে চালান কপি এবং অন্যান্য কাগজপত্র সহ বিআরডিবির কার্যালয়ে পুনরায় মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এবং ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আসামাত্র পুনরায় অজ্ঞাত নামা ১৯ থেকে ১২ জন সন্ত্রাসী জসিমকে আবার আক্রমণ করে। তিনি বলেন এ সময় সন্ত্রাসীরা তার বাচ্চাদের জন্ম নিবন্ধন এর মূলকপি, তার ট্রেড লাইসেন্স এর মূলকপি, ইউপি কার্যালয়ে ট্যাক্সের মূলকপি, মনোনয়নের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এবং তাকে মনোনয়ন পত্র জমা দিতে নিষেধ করে।

জসিম উদ্দিন বলেন তিনি অজ্ঞাত এই সন্ত্রাসীদের অনৈতিক আচরণে এবং তাদের হুমকির কারণে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি ফরিদগঞ্জ থানায় অভিযোগ দাখিল করে প্রশাসনিক ভাবে সহযোগিতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়