প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪১
শাহরাস্তিতে ডাকতিয়ার পাড়ে ওয়াকওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম
শাহরাস্তি উপজেলার সুচিপাড়া ব্রিজ হতে ছিখটিয়া ব্রিজ পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ে দুই কিলোমিটার এলাকা জুড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্হানীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। আজ ৪ ডিসেম্বর প্রকল্প এলাকার পাশে ওয়াকওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দৃষ্টি নন্দন ওয়াকওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের নেতা আবদুল্লাহ আল মামুন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মনজুরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো। আমরা কেউ থাকবেনা কিন্তু ওয়াকওয়ে যুগযুগ ধরে টিকে থাকবে। আমি যতদিন বেঁচে থাকব সময়ে পেলেই এখানে ছুটে আসবো। ওয়াকওয়ে নির্মাণ হলে এলাকার চিত্র পাল্টে যাবে। এখানে দেশ বিদেশের লোকেরা ঘুরতে আসবে। ওয়াকওয়ে আকর্ষণীয় ভাবে গড়ে তুলতে যা যা প্রয়োজন আমি তাই করবো। তিনি আরো বলেন, আগামী একবছরের এর নির্মাণ কাজ শেষ হবে। ডাকাতিয়াকে বাঁচাতে হবে। নদী ও জীবন ওতপ্রোতভাবে জড়িত। নদীকে বাঁচাতে ট্রান্সপোর্ট গঠন করা হবে যাতে কেউ নদী দূষণ করতে না পারে। আমরা আগামী প্রজন্মের কাছে এটি রেখে যাবো।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, এক বছরের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা ছিল। দ্রুত সময়ের মধ্যে আমরা সব কিছু প্রস্তুত করতে পেরেছি। আগামীতে নদী কেন্দ্রীক চাঁদপুরে আরো উন্নয়ন করা হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান সেফালী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, বিআইডব্লিউটিএ পরিচালক মোঃ রফিকুল ইসলাম তালুকদার ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন।