শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ২১:০৯

ফরিদগঞ্জে শীতের আগমন

ফুটপাতে বাড়ছে গরম কাপড় বিক্রি

ফুটপাতে বাড়ছে গরম কাপড় বিক্রি
শামীম হাসান

কুয়াশায় আচ্ছাদিত সকাল আর ঘাসের ডগায় জমা শিশির কণা প্রকৃতিতে আভাস দিচ্ছে শীতের আগমনী বার্তা। সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও বইছে শীতের আমেজ এতে করে ইতোমধ্যে ফরিদগঞ্জ বাজারে শুরু হয়ে গেছে বিভিন্ন ফুটপাতের ব্যবসায়ীদের গরম কাপড় বিক্রি।

উপজেলা পরিষদের প্রবেশপথেরর সম্মুখ রাস্তার দুই পাশে শীতের পোশাক বিক্রেতারা কাপড়ের পশরা সাজিয়ে বসেছে। এতে ক্রেতারা হয়ে উঠেছেন পোশাক কেনায় ব্যস্ত। দাম তুলনামূলক কম বলে ফুটপাতেই ভিড় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি।

সরেজমিনে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পুরো বাজার ঘুরে দেখা যায় বাজারে রাস্তার দুই পাশে ১৫ টিরও অধিক ভ্রাম্যমান শীতের দোকান। যাতে বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫শ' টাকার পোশাক।

বাজারের মার্কেট গুলোর বিভিন্ন দোকানগুলোতে চাঁদর ও ব্লেজার, উলের তৈরি স্যুয়েটার, ছোটদের গরম কাপড়ের সেট, কান টুপিসহ আরও ভিন্ন রকমের শীতের পোশাক তুলতে দেখা গেছে। কয়েকটি দোকনে দেখা যায় ব্লেজার, স্যুয়েটার ও জ্যাকেটের পশরা সাজিয়ে বসেছে অনেক দোকানী।

এছাড়া ফুল হাত টি-শার্ট, শীতের টুপি, জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম স্যুয়েটার, গলার মাফলার ও পাওয়া যাচ্ছে কাপড়ের তৈরি জুতা, ঘরে পরার উলের জুতা ও কম্বল। এসব পোশাকের দামও রয়েছে ক্রেতার সাধ্যের মধ্যে। শীতের এসব পোশাকের পাশাপাশি বাজারে এসেছে বিভিন্ন ধরনের কম্বল ৷ ভিন্ন ডিজাইনের এসব কম্বল বিক্রি হচ্ছে ২৫০ থেকে দুই হাজার টাকা বা তারও বেশি মূল্যে।

এ সময় ফুটপাতে পোশাক কিনতে থাকা এক নারী ক্রেতা চাঁদপুর কন্ঠেকে জানান, গত বছরের শীতের পোশাক এবার বাচ্চাকে আর পরানো যাচ্ছে না। তাই গরম কাপড় কিনতে এসেছি। তবে মার্কেটগুলোর তুলনায় এখানে দাম কম হওয়ায় একটু দেখেশুনে এখান থেকেই ভালো পোশাকটি নিচ্ছি। এতে সাধ্যের মধ্যে পরিবারের সকল সদস্যদের শীতের পোশাক কিনতে পারতেছি।

ফুতপাতের শীতের কাপড় বিক্রেতা শরিফ হোসেন জানান , ঢাকা থেকে আমরা লটে কিছু শীতের স্যুয়েটার সহ গরম কাপড় এনেছি। সেগুলো বিক্রি করছি। শুরুর দিকে দাম কিছুটা কম আছে। বিক্রয় বাড়লে আরো মজুদ বাড়ানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়