প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ১৮:৩১
শাহরাস্তিতে রাতের আঁধারে পুড়লো বসত ঘর
শাহরাস্তিতে রাতের আঁধারে পুড়লো বসত ঘর। গত ১ ডিসেম্বর মধ্যরাতে শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার বিবরণে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সাফায়েত উল্লাহ্ রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে পাশ্ববর্তী সেলিম মিয়া দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে।
এর মধ্যেই সাফায়েত উল্লাহর পাকের ঘর ও বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, সাফায়েত উল্লাহ এই ঘরে তিনটি পরিবার ভাড়া থাকতো। পুড়ে যাওয়া ঘরটির পাশেই রয়েছে শাহরাস্তি উপজেলা রেস্ট্রি অফিস যথা সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত না হলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পরতো অফিসটি।
অফিস সহকারী আবুল বাসার জানান, রাতে আগুন লাগার সময় তিনি অফিসে অবস্হান করছিলেন। আরেকটু হলেই অফিসে আগুন লেগে যেত তিনি জানান, প্রায় লক্ষাধিক পরিবার এ ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।