শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ২০:২৫

লক্ষ্মীপুরের ইউপি নির্বাচনের সহিংসতায় চাঁদপুর হাসপাতালে মৃত্যু ১

মিজানুর রহমান
লক্ষ্মীপুরের ইউপি নির্বাচনের সহিংসতায় চাঁদপুর হাসপাতালে মৃত্যু ১

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় গুরুতর আহত সাজ্জাদুর রহমান সজীব (৩০) নামে এক তরুণ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছেন।

২৮ নভেম্বর রোববার বিকাল সাড়ে চারটার সময় চাঁদপুর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রূপক সাহা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ তথ্য হাসপাতাল জরুরী বিভাগ সূত্রে জানা গেছে ।

নিহত সজীব ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নয়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

গুরুতর আহত অবস্থায় সজীবকে চাঁদপুরের হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম (৩২) জানান, ইছাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে ৩ নং ওয়ার্ড নয়নপুর কবিরাজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে বিকাল সাড়ে তিনটার সময় সজিবের উপর লাঠিসোটা নিয়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা নাক মুখ মুখমণ্ডল মারাত্মক জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে আনার পর ডিউটি ডাক্তার তাকে মৃত বলে জানান। ওই ঘটনায় করিমসহ আরো দুইজন আহত হয়।

নিহত সজীব ৪ নং ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহনাজ বেগমের সমর্থক ছিলেন।

এদিকে, চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ ইউপি নির্বাচনে সহিংসতায় সোহেল (৪০) ও মামুন(৩৫) নামে দুই যুবক গুরুতর আহত হয়। তাদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়