শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ২০:১৪

হাজীগেঞ্জ চেয়ারম্যান পদে  ৮৭ জনসহ ৬১০জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৯১

কামরুজ্জামান টুটুল
হাজীগেঞ্জ চেয়ারম্যান পদে  ৮৭ জনসহ ৬১০জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৯১

আসছে ২৩ ডিসেম্বর হাজীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে সামনে রেখে আসছে ২৫ নভেম্বর পযর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন ও জমা কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে রোববারর চেয়ারম্যান পদে আরো ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন উপজেলার বাকিলা, বড়কুল পূর্ব ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ এবং হাটিলা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী খন্দকার জসিম উদ্দিন মনোনয়পত্র দাখিল করেন। রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের ৮ দিনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮৭ জন , সংরক্ষিত নারী সদস্য পদে ৯৩ জন ও পুরুষ সাধারন সদস্য পদে  ৪৩০  জন মনোনয়নপ সংগ্রহ করেন।  এর মধ্য ১৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৩০ জন সাধারণ সদস্য পুরুষ প্রার্থী মনোনয়নপত্র তাদের দাখিল করেন।

এ দিন (রবিবার) বাকিলা ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অহিদুজ্জামান পাটওয়ারী, ইব্রাহিম খান রনি, বড়কুল পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফেজ মো. আবুল কাশেম, ইমাম হোসেন, নূর হোসেন, মো. হুমায়ুন ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারগাঁও, কালচোঁ উত্তর  ও কালচোঁ দক্ষিন ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে রিটারিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নে রিটানিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান এবং বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী। 

আসছে ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২৩ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়