শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ১৯:৫৯

ক্যান্সারে আক্রান্ত মোস্তাক হায়দার চৌধুরীকে দেখতে গেলেন পৌর কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ

স্টাফ রিপোর্টার
ক্যান্সারে আক্রান্ত মোস্তাক হায়দার চৌধুরীকে দেখতে গেলেন পৌর কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ

চাঁদপুর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০ এর সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী (৭৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত এক বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অসুস্থ হওয়ার পর থেকে ঢাকায় চিকিৎসা নিয়েছিলেন। কিছুটা সুস্থতা বোধ অবস্থায় কয়েকদিন হলো তিনি চাঁদপুরের পুরান বাজার নিজ বাড়িতে অবস্থান করেছিলেন। সে সুবাদে কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে দেখে আবেগপূলত হয়ে ওঠেন এবং দীর্ঘ সময় তাদের সাথে আলাপচারিতায় মেতে উঠতে দেখা গেছে।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন অঞ্চল ২ এর সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর কমিটির সহ-সভাপতি সফিউদ্দীন আহমেদ, অঞ্চল-৯ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, অঞ্চল-৮ এর সভাপতি মোঃ নকীবুল ইসলাম চৌধুরী, অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।

মোস্তাক হায়দার চৌধুরীর ছোট ছেলে

চৌধুরী সাইফুদ্দিন হায়দার সুজন জানান, বাবা দীর্ঘ এক বছর হল ওরাল ক্যান্সারে ভুগছেন। আগের থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। সবার কাছে সে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে মোস্তাক হায়দার চৌধুরীর স্ত্রী সালমা চৌধুরী কিডনি জনিত সমস্যায় ভুগে ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়