প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ১৭:০৭
ফরিদগঞ্জের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
![ফরিদগঞ্জের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু](/assets/news_photos/2021/11/15/image-9037-1636974676bdjournal.jpg)
ফরিদগঞ্জ উপজেলায় ২নং বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর ফরায়েজী (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তানভীর ওই গ্রামের ফরায়েজী বাড়ীর (ভোলার বাড়ী) সাজাহান ফরায়েজীর চতুর্থ নাম্বার ছেলে।
|আরো খবর
জানাযায় তানভীর ফরায়েজী (সোমবার) (১৫ নভেম্বর) সকালে একই গ্রামের এবং একই বাড়ির শফিকুর রহমান হাফেজের বিল্ডিংয়ে বিদ্যুতের কাজ করতে যায়। কাজ করা অবস্থায় তানভীর হঠাৎ বিদ্যুৎপিষ্ট হয়ে যায়। নিহত তানভীর ফরায়েজী একই গ্রামের ইসলামপুর শাহ ইয়াসিন সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, অভাবের সংসারের কারণে পড়ালেখার খরচ যোগানোর জন্য তানভীর বিভিন্ন ইলেকট্রিক মিস্ত্রির সাথে নিজে ইলেক্ট্রিকের কাজ করতেন এবং শিখতেন। শফিক হাফেজের বিল্ডিং এ কাজ করার সময় তানভির বিদ্যুৎপৃষ্ঠ হলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ হোসেন বলেন এ বিষয়ে তারা এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান।