শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ১৭:৫২

কাল ১৪ নভেম্বর থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

চাঁদপুরে ৭২টি কেন্দ্রে ৪১ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ৭২টি কেন্দ্রে  ৪১ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে

আজ ১৪ নভেম্বর রোববার থেকে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা।

দীর্ঘ প্রায় ২ বছর পর এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় বসতে যাচ্ছেন শিক্ষার্থীরা। করোনা ভাইরাস মহামারির কারণে ৯ মাস পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষায় অংশ নিচ্ছে চাঁদপুর জেলার ৮ উপজেলায় এসএসসি ও সমমানের ৭২ টি কেন্দ্রে ৪১ হাজার ১৯ জন শিক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা বিভাগের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ২০২১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১ টায় শেষ হবে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, এসএসসি পরীক্ষার কেন্দ্র ৪৪ এবং পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ১শ ৬৩ জন। দাখিল পরীক্ষায় ১৮টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১ জন। এসএসসি ভোকেশনাল ১০ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮শ ৫৫ জন ।

এসএসসিতে চাঁদপুর সদরে ৬টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২শ ২০ জন। হাজীগঞ্জের ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩শ ১০ জন। মতলব উত্তরে ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২ শ’ ৫৬ জন। মতলব দক্ষিণে ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬ শ’ ৮ জন। ফরিদগঞ্জে ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১ শ ৭৭ জন। শাহারাস্তির ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার৬শ ২৫ জন। কচুয়ার ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭ শ’ ২৯ জন এবং হাইমচরের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার শ’৩৮ জন।

দাখিল পরীক্ষায় ১৮ টি কেন্দ্র : পরীক্ষার্থী ৭ হাজার ১ জন।

দাখিলে চাঁদপুর সদরে ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯শ ৯৮ জন। হাজীগঞ্জের ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২১ জন। মতলব উত্তরে ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’২০ জন। মতলব দক্ষিণে ২ ট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শ’ ৬ জন।ফরিদগঞ্জে ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’ ৬৭ জন। শাহারাস্তির ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শ’ ৮১ জন। কচুয়ার ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪ শ’ ৭ জন। হাইমচরের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ’ ১ জন।

এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১০ পরীক্ষার্থী ১,৮৫৫ জন

এসএসসি ভকেশনালে চাঁদপুর সদরে ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩০২ জন। হাজীগঞ্জের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮১ জন। মতলব উত্তরে ২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৯৩ জন। মতলব দক্ষিণে ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৮৮ জন। ফরিদগঞ্জে ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫ জন। শাহারাস্তির ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ জন। কচুয়ার ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২০১ জন। হাইমচরের ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭৬ জন।

চাঁদপুরে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল সকল পরীক্ষাকেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি),নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়