শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ১৮:৩৮

ফরিদগঞ্জে লকডাউনের সুযোগে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলনের মহোৎসব

ফরিদগঞ্জ ব্যুরো

চাঁদপুরের ফরিদগঞ্জে লকডাউনের সুযোগে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলনের হিড়িক পড়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে ৩টি স্থানে, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৩ টি স্থানে এবং চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের আলোনিয়া গুদারাঘাট এলাকায় ১টিসহ মোট ৭টি ড্রেজার চলার সংবাদ পাওয়া গেছে।

জানা গেছে, সরকারি অনুমতি ছাড়া ব্যক্তিগতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন নিষিদ্ধ । অন্যদিকে ফসল উৎপাদন ঠিক রাখতে আবাদি জমি ভরাটের নিষেধাজ্ঞা থাকলেও তা' কেউ মানছে না। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে ড্রেজার বিনষ্ট করলেও চলমান সর্বাত্মক লকডাউনের সুযোগে আবারো একশ্রেণির লোক বালি উত্তোলন শুরু করেছে।

উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে ২টি স্থানে ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালি উত্তোলন করে ফসলি জমি ভরাট করছে। কালিবাজার-মদিনা বাজার সড়কে মধ্যহর্ণি এলাকায় জনৈক মাহফুজ পাটওয়ারী ও জসিম উদ্দিন অবৈধভাবে ফসলি জমি ভরাট করছে। একই ইউনিয়নের তালতলা পশ্চিম রোডে কালাম মাস্টার বাড়ির কালভার্ট সংলগ্ন জনৈক ইউছুফ হোসেন ড্রেজার দিয়ে বালি উত্তোলন করছে।

১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে হাঁসা ফতেহ আলী পাটোওয়ারী বাড়ি সংলগ্ন ও হাঁসা মাদ্রাসার সাথে আব্দুল মান্নান ও লতিফ বেপারীর ২টি অবৈধ ড্রেজার চলছে গত ৩ মাস ধরে ।

প্রশাসন ইতিপুর্বে ড্রেজারের পাইপ ভেঙ্গে দিয়ে আসলেও কিছুদিন পর থেকে আবারো ড্রেজারগুলো চলছে। একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে প্রয়াত রুহুল আমিন মেম্বারের বাড়ির পাশেও চলছে অবৈধ ড্রেজিং।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়