শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ১৯:২৬

মতলব উত্তরে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই

আ.লীগের প্রার্থীসহ ২ চেয়ারম্যান ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মাহবুব আলম লাভলু
আ.লীগের প্রার্থীসহ ২ চেয়ারম্যান ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল বৃহস্পতিবার। বাছাইয়ে আ.লীগের প্রার্থীসহ ২ চেয়ারম্যান ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাছাইকালে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে চেয়ারম্যান পদে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. রেজাউল করীম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজী। কলাকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জান্নাতী আক্তার ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিল্পী আক্তারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণখেলাপি হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জি. রেজাউল করীম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া জান্নাতী আক্তার ও শিল্পী আক্তারের বয়স কম হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিটন হোসেন বলেন, মতলব উত্তর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন ও সাধারণ সদস্য ৪৫৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীক ৭, জাকের পাটির মনোনীত ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২৪ জন।

ইতিমধ্যে উপজেলায় ৩ চেয়ারম্যান, ২ সংরক্ষিত মহিলা সদস্য ও ৫ সাধারণ সদস্য পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল বিনাপ্রতিদ্বন্দিতায় বিজয়ী হওয়ার পথে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়