জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে রূপসায় আলোচনা সভা ও দোয়া
জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার স্মরণে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে আলোচনা সভা , মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ নভেম্বর বাদ আছর ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুমনের আয়োজনে দলীয় অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মমিন উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন পাটোয়ারী পরিচালনায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক সাহা, ইউপি সদস্য রফিকুল হক সোহেল, ইউপি সদস্য ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম কুট্টি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছলেমান ভোলা, ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা, সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাফছা বেগম, শাহানাজ বেগম ও আমেনা বেগম। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতাকে হত্যার মধ্যে দিয়ে কুচক্রীরা এদেশকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা জীবিত থাকার কারণে তাদের সেই স্বপ্ন পুরণ হয়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় চলছে। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলাও আমাদের সকলের প্রিয়জন বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপির নেতৃত্বে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে চলেছি।