রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২২:১২

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভোটার উদ্বুদ্ধকরণ সভা

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভোটার উদ্বুদ্ধকরণ সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘‘নির্বাচন একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্যে প্রশাসন বদ্ধপরিকর। তিনি ভোটারদের সচেতন হয়ে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।’’

এছাড়াও সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়