শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ১৩:২৪

হাজীগঞ্জে কঠোর লকডাউনে প্রশাসন হার্ডলাইনে

কামরুজ্জামান টুটুল

রাত ১২টা শুরু হওয়া লকডাউন সারাদেশের ন্যায় হাজীগঞ্জ চলছে। ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনসহ পুলিশ রয়েছে কঠোর লকডাউন।

ভোর থেকে হাজীগঞ্জের প্রধান সড়ক চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ সকল সড়কে যাত্রী পরিবহনের সকল। ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাদ্যের গাড়ি,এ্যাম্বুলেন্স,রোগী বহরমনকারী সিএনজি অটোরিক্সা চলচল করতে দেখা যাচ্ছে। হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুপাশের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা রয়েছে। বন্ধ রয়েছে বড় বড় মার্কেটগুলিসহ সকল গলির দোকান পাট। হাজীগঞ্জ বাজারে প্রবেশ পথের সবগুলা সড়কে পুলিশের পাহারা বিদ্ধমান রয়েছে। সকাল থেকে হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন উপজেলা নিবর্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা বেগম। এ ছাড়া ও ভোর থেকে আলাদাভাবে অব্যাহত টহলে রয়েছেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অফিসার ইনচার্জ হারুনুর রশিদ,ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল।

অপরদিকে দিকে হাজীগঞ্জের প্রধান বাজার, বাকিলা, রাজারগাঁও, বলাখাল, চেঙ্গাতলী, বেলচোঁ, সেন্দ্রা, রামপুর,কাশিমপুর বাজারের খাবার হোটেলগুলোর কিছু খোলা রাখা হয়েছে। পুলিশ দেখলে ক্রেতাকে সরিয়ে দিয়ে মালিকপক্ষ ক্যাশে বসে থাকতে দেখা গেছে। পুলিশ চলে গেলে পূর্বের রুপে ফিরে যাচ্ছে হোটেলের চিত্র। হোটেলের মতো সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডগুলোর একই চিত্র দেখা গেছে। উপজেলার অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডগুলো থেকে কমবেশি সিএনজি অটোরিক্সা চলাচল করছে। তবে পুলিশ দেখলে চালকদের অবস্থা ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা। একটি অটোরিক্সা ষ্ট্যান্ডে তথা বাকিলা বাজারের অটোরিক্সা ষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়