প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৮:২৯
কুমিল্লায় দ্য থিওসোফিকেল সোসাইটির আন্তর্জাতিক সার্ধশতবর্ষ উদযাপন

দ্য থিওসোফিকেল সোসাইটি আন্তর্জাতিক সার্ধশতবর্ষ উদযাপন-২০২৫ করেছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কুমিল্লা টাউন হলে অবস্থিত কুমিল্লা লজ মিলনায়তনে এ দিবসটি পালিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্য থিওসোফিকেল সোসাইটি কুমিল্লা লজ আন্তর্জাতিক সার্ধশতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব অমৃতলাল দত্ত এবং The Universal Prayer পাঠ করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী জাকারিয়া কাজী, রতন কুমার আচার্য্য, চুমকি সিংহ ও খিজির হায়াত খান এবং আবৃত্তি করেন রুবেল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার বিশিষ্টজনেরা।








