প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৫
কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

"কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন" এ প্রতিপাদ্য সামনে রেখে নানাহ আয়োজনে কুমিল্লায় পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস।
এ উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক সমিতি, কুমিল্লার আয়োজনে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় কুমিল্লা টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঝাউতলা, পুলিশলাইন হয়ে ডায়াবেটিস হসপিটাল এসে শেষ হয়। র্যালিশেষে ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
র্যালির উদ্বোধন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়া। র্যালির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অজিত কুমার পাল।
অপরদিকে, একইদিন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের যৌথ আয়োজনে কুমিল্লা বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারস্থিত খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালে সকাল ৯টা থেকে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।এতে প্রবীণ শিক্ষক ও ছড়াকার জহিরুল হক দুলাল, সাংবাদিক খায়রুল আহসান মানিক, দৈনিক আমারশহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ গাজীউল হক ভূঁইয়া (সোহাগ) এবং সাংবাদিক ও অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকাসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক ও অনারারি কনসালটেন্ট ডা. মো. আতাউর রহমান জসীম।
এ সময় ডা. মো. আতাউর রহমান জসীম নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার, চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাবার বড়ি বা ইনসুলিন সেবন ও চেকআপ করে সুস্থ-কর্মক্ষম জীবন উপভোগ সহ কর্মস্থলে নিজে ডায়াবেটিস সচেতনত থাকার পাশাপাশি সহকর্মীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক শ্যামল মজুমদার, গাইনি কনসালটেন্ট ডা. উম্মে কুলছুম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সোহানা আয়মান,মেডিকেল অফিসার ডা. আমেনা আক্তার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপুলসংখ্যক রোগী-স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।







