মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৫:৩৪

মৌলভীবাজারে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজারে পেশাজীবী গাড়ি চালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই ২০২৫) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট তানভীর হোসেনের সভাপতিত্বে ও মোটরযান পরিদর্শক মো. সেলিম হাসানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ'র সহকারী পরিচালক মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ'র অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান ও পুলিশ পরিদর্শক কামরুল হাসান।

এছাড়াও বিআরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়