প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৫:৩৪
মৌলভীবাজারে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজারে পেশাজীবী গাড়ি চালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (২১ জুলাই ২০২৫) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট তানভীর হোসেনের সভাপতিত্বে ও মোটরযান পরিদর্শক মো. সেলিম হাসানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ'র সহকারী পরিচালক মোর্শেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ'র অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান ও পুলিশ পরিদর্শক কামরুল হাসান।
এছাড়াও বিআরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।