প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৮:২৭
না ফেরার দেশে চলে গেলেন মিলন রাণী দেব

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড়স্থ বর্ণমালা স্পোর্টস্ গ্যালারি এন্ড কম্পিউটার দোকানের স্বত্বাধিকারী স্বর্গীয় মধুসূদন দেবের সহধর্মিণী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ অ্যাডভোকেট রত্না রাণী দেব ও মহেশাঙ্গণ লোকনাথ মন্দিরের ম্যানেজার সুদ্বীপ কুমার দেবের মমতাময়ী মাতা মিলন রাণী দেব (৮৩)। তিনি ইহলোকের মায়ামমতা ত্যাগ করে শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টায় পরলোকগমন করেন (দিব্যান লোকন্ স্ব গচ্ছুত)। শনিবার বিকেল ৫টার দিকে নগরীর ঠাকুরপাড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিকে, মিলন রাণী দেবের আত্মার সৎগতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।