বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ জুন ২০২১, ১০:৫০

চট্টগ্রাম রেলওয়ে মহাব্যবস্থাপকের সাথে চাঁদপুর পৌরসভা ও জেলা আওয়ামী লীগের বৈঠক

আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে রেলের উন্নয়ন কাজ হবে : মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন

স্টাফ রিপোর্টার
আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে রেলের উন্নয়ন কাজ হবে : মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন ও প্রধান প্রকৌশলী মোঃ সুবক্তগীনের সাথে রেলওয়ে বড় স্টেশন এলাকার উন্নয়ন কাজের বিষয়ে বৈঠক করেছেন চাঁদপুরপৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

২৯ জুন মঙ্গলবার দুপুরে বড় স্টেশন রেলওয়ে স্টেশন রেস্ট হাউসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় রেলওয়ের অন্যান্য কর্মকর্তা জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সাংবাদিকদের জানান, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। চাঁদপুরে শুধু রেল সেক্টরই নয় অন্য সেক্টরের উন্নয়ন কাজ হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ এখানে এসেছে তাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বিশেষজ্ঞ টিম এখানে পাঠাবে। আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে চাঁদপুর রেল স্টেশন,মোলহেড সংরক্ষন এবং সেখানে পর্যটনস্থানের জন্য যা যা উন্নয়ন দরকার তা করা হবে।

এ সময় রেলেওয়ের চীফ অপারেশন সুপারেন্টেডেন্ট এএম সালাহ উদ্দিন, কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মোরছালীন রহমান, এসএসএএই (ওয়ে) লাকসাম মো. লিয়াকত আলী, এসএসএই (পূর্ত) আতিকুর রহমান আকন, চাঁদপুর স্টেশন মাষ্টার মো. সোয়াইবুল শিকদার,রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর প্যানেল মেয়র হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াস, কাউন্সিলর সফিকুল ইসলাম, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সাধারণ সম্পাদক হাজী শবে বরাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়