শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬

ফরিদগঞ্জে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে বাবুল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহনন করেছে। উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্যপোঁয়া গ্রামে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। বাবুল মিয়া ওই গ্রামের মৃত মুখলেছুর রহমানের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক।

জানা যায়, বাবুল মিয়া সকালে নাস্তা করে বাড়ির বাহিরে গিয়ে আবার বাড়িতে ফিরে এসে বসতঘরে ঢুকে পড়েন। এ সময় তার স্ত্রী ও মেয়েরাসহ বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিলেন। ঘরে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে ঢুকে আড়ার সাথে তার ঝুলন্ত মৃত দেহ দেখতে পায় বড় মেয়ে মাধ্যমিক স্কুলে পড়ুয়া রিমা আক্তার। সে তার বাবার লাশটি ছোট বোনের সহায়তায় মাটিতে নামায়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল জানান, বাবুল মিয়ার সাথে নাকি তাদের বাড়ির কোন পরিবারের সাথে মারামারি হয়েছে। এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থানে এসে এ তথ্য জানতে পেরেছি। তবে কোনো পক্ষই আমার কাছে বিচারের জন্য যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়