শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্র প্রার্থী বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল

মোঃ মঈনুল ইসলাম কাজ
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্র প্রার্থী বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাশেম। গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসরিন জাহান সেফালী, ইসলামী ফ্রন্টের হেলাল আহমদ ও সতন্ত্র প্রার্থী চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজি।

জানা যায়, সতন্ত্র প্রার্থী হিসেবে ২৫০ জনের সমর্থনের তালিকায় গরমিল থাকায় বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৭ অক্টোবর শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়