প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:২৮
শীতে কাবু কুড়িগ্রাম, এ মাসেই আসতে পারে শৈত্যপ্রবাহ
কুড়িগ্রামে তীব্র শীত ও কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের সঙ্গে ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনপদ। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্যে মতে, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সদরের টাপু ভেলাকোপা গ্রামের দিনমজুর ময়নুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা। কাজ করা খুব সমস্যা হইছে আমারগুলার। আজও সেই কুয়াশা, রাস্তা দেখা যায় না। কাজ করার সময় হাত বরফ হয়ে যায়।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে তাপমাত্রা কমে ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র : জাগো নিউজ।