শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯

চাঁদপুরে সাংবাদিকতায় অনুসন্ধানী ও বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা (ভিডিও দেখুন)

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে সাংবাদিকতায় ৩ দিনের অনুসন্ধানী ও বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে । চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

১৩ সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনের নিচ তলায় সাংবাদিকতায় অনুসন্ধানমূলক ও তৃতীয় তলায় বুনিয়াদি এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস। এ সময় বক্তব্য রাখেন পিআইবির প্রতিবেদক ও প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, সহকারী প্রশিক্ষক ও সমন্বয়কারী বারেক হোসেন। অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ দিচ্ছেন জুলফিকার আলী মানিক, স্ট্রিংগার-নিউইয়র্ক টাইমস্।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন ও প্রশিক্ষণার্থীদের মধ্য বক্তব্য রাখেন নজরুল ইসলাম আতিক প্রমুখ।

প্রশিক্ষণে চাঁদপুর প্রেসক্লাবের তত্ত্বাবধানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় দৈনিকসহ ৪০ জন করে ৮০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়