সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৫

ভেদরগঞ্জে দেয়াল চাপায় আহত শ্রমিকের মৃত্যু

ভেদরগঞ্জে দেয়াল  চাপায় আহত শ্রমিকের মৃত্যু
নিহত শ্রমিক বাচ্চু বেপারী
মিজানুর রহমান

শরিয়তপুর ভেদেরগঞ্জ পৌর সভার একটি ড্রেনের নির্মান কাজ করতে গিয়ে পাশের দেয়াল ধসে গুরুতর আহত এক শ্রমিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছেন। ৭ সেপ্টেম্বর রাত ৯টা ১৫ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের নাম বাচ্চু বেপারী(৫৫)।সে শরিয়তপুর জেলার সখিপুর থানাধীন ডিএমখালী ইউনিয়ন হাওলাদার কান্দির মৃত মজিব বেপারীর ছেলে।তার অবুঝ তিনটি সন্তান রয়েছে। আহত অন্য শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।

নিহতের ভগ্নিপতি বিল্লাল সিকদার জানান, মঙ্গলবার বিকাল চারটার সময় ভেদেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে ঠিকাদারের অধীন শ্রমিকরা ড্রেনের জন্য দশ ইঞ্চি বেইস ঢালাইর জন্য গর্তের কাজ করছিল।হঠাৎ সাইডে থাকা দেয়াল তাদের গায়ের উপর ধসে পড়ে।এ ঘটনায় বাচ্চু বেপারীসহ তার চাচাতো ভাই লতিফ ও আরো ৩/৪ জন শ্রমিক দেয়াল চাপা পড়ে আহত হয়। এদের মধ্য বাচ্চু বেপারী মাথাসহ মুখমন্ডল থেতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভেদেরগঞ্জ হাসপাতলে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেলা হাসপাতালে রেফার করা হয়।পরে এম্বুলেন্সে আলুবাজার ফেরিঘাট হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে রাত ৯ টা ১৫ মিনিটের সময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে চাঁদপুর জেলা হাসপাতাল জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আনিসুর রহমান জানান, চাঁদপুর আনার পথে এবং অতিরিক্ত রক্তক্ষরণে এ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা এস আই শাহরিন হাসপাতালে এসে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মৃতদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করে।আইনগত প্রক্রিয়া শেষ করে আজ বুধবার স্বজনদের কাছে নিহত শ্রমিকের লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়