শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ২২:০১

হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদের শোক দিবস পালন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদের শোক দিবস পালন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগষ্ট অনুষ্ঠিত জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

স্বাস্থ্য বিধি মেনে এ দিন সন্ধ্যার পর পর হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদ সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক।

বিশেষ প্রার্থনা পরিচালনা করে অনুষ্ঠানে ২ মিনিটের শোক প্রস্তাব আনা হয়।

প্রার্থনা শেষে আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার স্বাদ যখনই আমরা পেতে শুরু করেছি ঠিক তখন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বিদেশি শক্তির মদদে এ দেশীয় কুচক্রী মহল জাতির জনককে সপরিবারে হত্যা করে। এর পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই আমাদের সংখ্যালঘু ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত হেনেছে। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকাবস্থায় সেই কুচক্রী মহল গোপনে গোপনে তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। এ জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি প্রবীর সাহা ফটিক, সঞ্জয় কর্মকার, অর্পণ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রাণ কৃষ্ণ সাহা, সুখেন্দ্র নারায়ণ চৌধুরী সুন্টি, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য গোবিন্দ সাহা, সুমন চন্দ্র অধিকারী, মিঠুন দাস, হাজিগঞ্জ পৌর শাখার সভাপতি রাধাকান্ত রাজ রাজু, প্রনব কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা, অর্থ বিষয়ক সম্পাদক রাজন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, দপ্তর সম্পাদক সহদেব চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক বিকাশ সাহা প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়